নতুন ঠান্ডা যুদ্ধের বিরুদ্ধে বিশ্ব নেতাদের হুমকি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার ডাভোস ফোরামে ভার্চুয়ালি দেওয়া এক বক্তব্যে এই হুমকি দেন তিনি।
একইসঙ্গে চীনের এই প্রেসিডেন্ট প্রাণঘাতী করোনা মহামারীর সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শি বলেন, অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ এবং হুমকি কেবল নতুন স্নায়ুযুদ্ধ শুরু করবে এবং বিশ্বকে বিভক্ত করবে। চীনা এই প্রেসিডেন্টের মতে, বিরোধ একটা দেশের মানুষের স্বার্থকে এবং সাধারণ মানুষের কল্যাণের ক্ষতি করে।
তিনি আরও বলেছেন, আমদের উচিত মুক্ত অর্থনীতি তৈরি করা… বৈষম্যমূলক ও বর্জনীয় মান, বিধি এবং ব্যবস্থা বাতিল করুন এবং ব্যবসায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলি সরিয়ে দিন, বিনিয়োগ এবং প্রযুক্তিগত বিনিময় করুন।
চীনা এই প্রেসিডেন্ট এমন সময়ে এই হুঁশিয়ারি বার্তা দিলেন যখন মাকিন প্রশাসনে জো বাইডেন ক্ষমতায় বসলেন।
আমাদের ফইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪