
১৩ বছর পর ভারতীয় ক্রিকেট দল কে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারিয়ে ১ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৪ লাখ ৮৯ হাজার ৪২৬ টাকা) পেল শ্রীলংকা ক্রিকেট দল।
এর আগে ২০০৮ সালে ভারতকে দেশের মাটিতে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছিল শ্রীলংকা। সবমিলিয়ে আটবারের পর এবারই টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে জয় পেল লংকানরা।
শ্রীলংকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।
তবে সদ্যশেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে ভারতকে হারিয়ে দেয় স্বাগতিক শ্রীলংকা।
প্রসঙ্গত, পাঁচ দিনের ব্যবধানে ভারতের দুটি সিরিজ থাকায় বিরাট কোহলিকে অধিনায়ক করে ইংল্যান্ডে টেস্ট দল পাঠায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আর শিখর ধাওয়ানকে অধিনায়ক করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলংকায় আরও একটি দল পাঠায় বিসিসিআই।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪