
রেকর্ডের মালা গেঁথে অনেক পাওয়ার এক অনবদ্য সিরিজের শেষটাও কী দারুণ ও দাপুটে জয়ে রাঙাল বাংলাদেশ। শ্রাবণের বারিধারার মতো সোমবার শেরেবাংলার রাতের আকাশে নামল আনন্দধারা। আকাশে-বাতাসে লাল-সবুজের জয়োধ্বনি।
তারাদের আনন্দ-মিছিল। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিল টাইগাররা।
তবে বাংলাদেশ দলের এমন দুর্দান্ত জয় ছাপিয়ে আলোচনায় মিরপুরের উইকেট। প্রশ্ন উঠেছে, বিশ্বকাপের প্রস্তুতি ভাবনায় কেন এমন মন্থর উইকেটে খেলেছে বাংলাদেশ? বিশ্বকাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাত আর ওমানের উইকেটও ফ্ল্যাট।
মিরপুরের উইকেটে মোটেই স্পোর্টিং নয় দাবিক করে অনেকেই প্রশ্ন তুলেছেন, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংবান্ধব উইকেট কেন প্রস্তুত করা হলো না?
তবে উইকেট নিয়ে এতো সব সমালোচনা আর প্রশ্নে কান দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘দিন শেষে সফলতাটাই দেখা উচিত। ফলাফলটা কী হয়েছে তাই দেখবে মানুষ। যারা সমালোচনা করে তাদের কাজই সারাদিন সমালোচনা করার। সুতরাং এসব সমালোচনায় কান দেওয়ার প্রয়োজন মনে করছি না। এখন যদি ম্যাচ হারতাম, সেটা নিয়েও জোর সমালোচনা চলত। সিরিজ শেষে যা দেখা উচিত – ছেলেরা ভালো ক্রিকেট খেলেছে, আমরা এর ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সামনে নিউজিল্যান্ড সিরিজ। এটা নিয়েই চিন্তা করছি।’
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪