মোঃ সুজন বেপারী
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল দশটার সময় জনাব ফাতেমা তুল জান্নাত মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
বিদায়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুজাফর রিপন, বিপিএএ নবাগত জেলা প্রশাসক কে ফুল দিয়ে বরণ করেন এবং দায়িত্বভার অর্পণ করেন।
এসময় জেলা প্রশাসন এর সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর ট্রেজারি ভবনে পুলিশের একটি চৌকস দল নবাগত ও বিদায়ী জেলা প্রশাসক কে গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে ভেরিফিকেশন শেষে নবাগত জেলা প্রশাসক বিদায়ী জেলা প্রশাসক হতে ট্রেজারির দায়িত্ব বুঝে নেন।