মুন্সীগঞ্জে মহাকালী শিয়ালের আক্রমণে তিন নারীসহ বারো জন আহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি – মুন্সীগঞ্জের সদরে শিয়ালের কামড়ে তিন নারীসহ বারো জন আহত হয়েছেন। বৃহস্পতিবার, উনিশে সেপ্টেম্বর রাত নয়টার দিকে উপজেলার মধ্য মহাকালী ও নাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে একটি পাগলা শিয়াল আকস্মিকভাবে লোকালয়ে প্রবেশ করে, যাকে পাচ্ছিল তাকেই কামড়ায়। পরে গ্রামবাসীরা শিয়ালটিকে ধাওয়া করলে, সেটি পালিয়ে যায়। তবুও, গ্রামবাসী শিয়ালের ভয়ে আতঙ্কিত রয়েছেন।
মহাকালী গ্রামে শিয়ালের কামড়ে আহত কৃষক আনোয়ার হোসেন জানান, স্থানীয় একটি মুদি দোকানের সামনে তারা কয়েকজন দাঁড়িয়েছিলেন, শিয়ালটি সকলকেই কামড়িয়েছে। তবে, দোকানের ভেতরে থাকায় দোকানি রক্ষা পান। শিয়ালটি প্রথমে মধ্যমহাকালী থেকে শুরু করে পরে নাহাপাড়া গ্রামেও কয়েকজনকে কামড়িয়ে পালিয়ে যায়।
মুন্সীগঞ্জের আড়াইশো শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রান্ত সরকার জানান, আহতদের চিকিৎসার পর ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।