মুন্সীগঞ্জ প্রতিনিধি –
দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুথানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার পতনের এক মাস পূর্তি আজ। দিনটিকে স্মরণীয় করে রাখতে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মুন্সিগঞ্জ সদরের সুপারমার্কেট (শহিদ) চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ এর ব্যানারে পালিত হয় ‘শহীদি মার্চ’ কর্মসূচি।
এতে অংশ নেয় মুন্সিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ। পরে জাতীয় পতাকা হাতে নানা স্লোগানে শুরু হয় ‘শহীদি মার্চ’ কর্মসূচি এরপর মিছিল নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে কর্মসূচি শেষ হয় শহিদ চত্বরে।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে আবেগ ঘন স্মৃতিচারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদদের স্মরণে করেন শিক্ষার্থীরা। পরে নিহত শহিদদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত।
এর আগে শহিদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আন্দোলন চলাকালীন সময় দেশজুড়ে নির্বিচারে চলা গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। একই সঙ্গে আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসারও দাবি জানানো হয় কর্মসূচিতে। পাশাপাশি দেশবিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে ছাত্রদের কঠোর অবস্থান অব্যাহত রাখার থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ৪ আগস্ট মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনজন নিহত হয়। এছাড়া গুলিবিদ্ধসহ আহত হয় আরও অন্তত দেড়শতাধিক মানুষ।