চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে লড়াই হয় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দলের । এই ম্যাচে রোনালদো জোড়া গোল করে, এতে বার্সেলোনা হারে ৩-০ গোলে। তার পর থেকেই মেসিকে নিয়ে ইন্সটাগ্রামে একটি বিতর্কিত ছবি পোস্ট করেন রোনালদোর বোন ইলমা সান্টোস অ্যাভেইরো।
পোস্ট করা ছবিতে মেসির সঙ্গে রোনালদোও ছিলেন।
সেই পোস্তা করা ছবিতে দেখা যাচ্ছে রোনালদো দুই পা ছড়িয়ে দুই হাত মেলে উল্লাস করছেন। তার সামনে হাঁটু গেঁড়ে বসে দুই হাত দুই দিকে ছড়িয়ে চোখ বন্ধ করে কী যেন ভাবছেন মেসি। সেই থেকে এই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বাড়তে থাকে আলোচনা-সমালোচন।
রোনালদোর বোন অ্যাভেইরো ছবিটির সঙ্গে নিজের ভাইকে স্তুতিতে ভরে দিয়ে একটি ক্যাপশনও জুড়ে দনে। সেখানে তিনি লেখেন, ‘আমার রাজা, সবার সেরা, আমার জীবনের অহংকার।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪