প্রথম দেখায় মনে হতে পারে কোনো জাদুর কাঠির ছোঁয়ায় শূন্যে ভেসে বেড়াচ্ছে মানুষজন। কিন্তু কোনো জাদু নয়, চিরচেনা কাঁচের তৈরি ছাদই দিয়েছে এই ‘শূন্যে ভেসে বেড়ানোর’ সুযোগ।
ব্রাজিলের সান পাওলোর সবচেয়ে উঁচু ভবন মিরান্টে ডো ভেলের ৪২ তলায় তৈরি করা হয়েছে কাঁচের তৈরি এই ভিউ ডেক। সেখানে বসে সরাসরি নিচের রাস্তাও দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
দর্শনার্থীরা সেখানে বসে সেলফি তোলারও সুযোগ পাবেন। ওই কাঁচের ডেক কতটুকু ওজন বহন করতে সক্ষম সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
এই ডেকের ডিজাইনাররা জানিয়েছেন, দর্শনার্থীদের শহরের উপরে আকাশে ভাসার অভিজ্ঞতা দিতে চেয়েছেন তারা।
এর আগে যেসব দর্শনার্থী ওই ডেকে গিয়েছেন তারা সেখানকার অভিজ্ঞতাকে বিভ্রান্তিকর কিন্তু সুন্দর বলে অভিহিত করেছেন।
মিরান্টে ডো ভেলের ওই ডেকের নাম দেওয়া হয়েছে সাম্পা স্কাই। যুক্তরাষ্ট্রের শিকাগোর উইলিস টাওয়ারের কাঁচের ডেক থেকে অনুপ্রাণিত হয়েই এই ডেক বানানো হয়েছে। দর্শনার্থীদের আকর্ষণের জন্য কাঁচের ব্রিজ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল চীন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪