মিজানুর রহমান মিলন
লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৪০ (চল্লিশ) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল, একটি এপাচি মটরসাইকেলসহ ২ জন মাদক ব্যাবসায়ী আটক হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২.৩০ ঘটিকায় লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এঁর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউপির রুদ্রেশ্বর এলার জনৈক মোঃ জাহাঙ্গীর আলম (৩২),পিতা-মৃত মেহের উদ্দিন এর বসত বাড়ীর ৫০ (পঞ্চাশ) গজ উত্তরে কাকিনা বাজার হতে রংপুর গামী পাকা রাস্তার উপর রেলিং এর উত্তর পার্শ্বে হতে মোঃ সাইফুল ইসলাম (৩৮), পিতা-মৃত মজিদ আলী আকন্দ, সাং-শালবন মিস্ত্রিপাড়া, ২৫নং ওয়ার্ড সিটিকর্পোরেশন, কোতয়ালী থানা, আরপিএমপি, রংপুর এবং মোঃ শরিফ উদ্দিন(২৫), পিতা- মোঃ জোবেদ আলী, সাং-পশ্চিম বেজগ্রাম, ০৭নং ওয়ার্ড, ইউপি-টংভাঙ্গা, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহোট দ্বয়কে ৪০ বোতল ফেন্সিডিল, একটি এপাচি মটরসাইকেলসহ ০২.৩০ ঘটিকায় হাতেনাতে আটক করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত বিষয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজুর প্রস্তুতি চলছিলো।
অভিযানকারী অফিসার ছিলেন এসআই (নিঃ) মোঃ ফেরদৌস সরকার ও সঙ্গীয় অফিসার ফোর্স,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) লালমনিরহাট।