নিজেকে বলিউডের মোস্ট পপুলার ‘চিরকুমার’ সালমান খানের মতো ভার্জিন দাবি করেছেন টাইগার শ্রফ। সম্প্রতি সালমান খানের ভাই আরবাজ খানের টকশো পিঞ্চে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বি-টাউনের এই তরুণ অভিনেতা।
সেখানে এক ভক্তের এই প্রশ্নটি টাইগারকে করেন আরবাজ খান। তাৎক্ষণিকভাবে টাইগার বলেন, দেখুন আমি সালমান খানের মতোই ভার্জিন ।
ব্যক্তিগত জীবন নিয়ে খু্ব কম মুখ খুললেও ২০১৩ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে করণ জোহর সালমানকে একই প্রশ্ন করেছিলেন। জবাবে সালমান বলেছিলেন, যাকে বিয়ে করব, তার জন্য নিজেকে সামলে রেখেছি। অবশ্য বলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় নায়িকার সাথে কোনো লুকাছাপা ছাড়াই প্রেম করেছেন সালমান। তবে সেই ‘সামলে রাখা’ এখনো অব্যাহত আছে ভাইজানের।
সালমান খানও সম্প্রতি আরবাজ খানের পিঞ্চে অতিথি হয়ে এসেছিলেন। সেখানে একজন দাবি করেছিলেন যে দুবাইতে সালমান খানের বউ-মেয়ে আছে। সামলাম অবশ্য সেই দাবি একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪