গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ৮ হাজার ২৮৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৪৪৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪১ হাজার ৩৮ জন হয়েছে।
আজ সোমবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় আরো ৬৪১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৭ হাজার ৮৭০ জন হয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪