অভিনব কায়দায় টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জিতলেন অস্ট্রেলিয়ান নারী অ্যাথলেট জেসিকা ফক্স।
সাধারণত গর্ভধারণ রুখতে ব্যবহার করা হয় কন্ডোম। অথচ এই কন্ডোম ব্যবহার করেই টোকিও অলিম্পিক গেমস থেকে স্বর্ণপদক জিতে আলোড়ন সৃস্টি করলেন অস্ট্রেলিয়ার নারী অ্যাথলেট।
এক ইনস্টাগ্রাম পোস্টে এমনটিই দেখিয়েছেন জেসিকা। কায়াক সারানোর সময় কন্ডোম ব্যবহার করে সফল হয়ে ইভেন্ট থেকে স্বর্ণপদও জিতেছেন তিনি।
নারীদের সি-১ ক্যানয় স্যালম ইভেন্টে জীবনের প্রথম অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছেন জেসিকা।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪