আজ দেশের ১০ জেলায় অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম উদ্বোধন করেলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, ‘পর্যায়ক্রমে দেশের সব জেলাতেই অ্যান্টিজেন টেস্ট করা হবে। আমাদের কাছে যতেষ্ট রিএজেন্ট আছে।’
আজ শনিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় স্বাস্থ্যমন্ত্রী অনলাইনের মাধ্যমে ১০ জেলায় এ কার্যক্রম উদ্বোধন করেন।
“টেস্টের সংখ্যা বাড়াতে দু’-চার দিনের মধ্যে মোবাইল ল্যাব চালু করা হবে” বলেন স্বাস্থ্য সচিব মো. আব্দুল মানান। তিনি আরও বলেন ২টি মোবাইল ল্যাব প্রাথমিকভাবে চালু করা হবে। এগুলো আসকোনা ও দিয়াবাড়ির আইসোলেশন সেন্টারের আশেপাশেে নমুনা পরীক্ষা করবে।
ইতিমধ্যে অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম চালু করা জেলাগুলো হলো পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, পটুয়াখালী, মেহেরপুর, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর ও সিলেটে। এই অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে নমুনা পরীক্ষা করা সম্ভব।
বাংলাদেশ সরকার গত ১৭ সেপ্টেম্বর অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনা ভাইরাস পরীক্ষায় অনুমতি দেয়।
আসাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪