সোমরার মেয়েটি ঢাকা থেকে বাড়ি যান। এবং মঙ্গলবার কুমিল্লায় নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে লাফিয়ে জান্নাতুল হাসিন (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আত্মহত্যা করে।
জান্নাতুল হাসিন ধর্মসাগর পশ্চিম পাড়ে তার বাসা, বাবার নাম ইদ্রিস মেহেদী।
মেয়েটির পরিবার জানায়, ‘সোমবার ঢাকা থেকে কুমিল্লার বাসায় আসেন হাসিন। কোনো এক কারণে তার মন খারাপ ছিল। পরিবারের সবার সঙ্গে কথা কম বলেছিলো। পরের দিন মঙ্গলবার বিকালে শ্যাম্পু কেনার কথা বলে বাসা থেকে বের হয় হাসিন। পরে বাড়ির পাশের ৯ তলা আবাসিক ভবনের ছাদে উঠে সেখান থেকে লাফিয়ে আত্মহত্যা করে।’
ভবনটির পাশেই ১০নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ছিল।। কাউন্সিলর মঞ্জুর কাদের মনি বলেন, ‘আমি অফিসে বসে ছিলাম। হঠাৎ কোন এক মেয়ের জোরালো আওয়াজ শুনতে পাই। বেরিয়ে দেখি একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’
পুলিশ বলেন ‘অভিভাবকদের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে জান্নাতুল হাসিন আত্মহত্যা করেছেন। তবে এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছি আমরা। লাশকে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪