স্টাফ রিপোর্টার ॥
আশা টেকসই ও ব্যয়সাশ্রয়ী ক্ষুদ্রঋণ সেবায় বিশ্বজুড়ে মডেল হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। আশার অবদান বাংলাদেশের উন্নয়নে মাইলফলক হিসেবে বিবেচিত হবে সব সময়। আশা একটি বেসরকারি সংস্থা। পুরো নাম অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তার লক্ষ্যে ১৯৭৮ সালে আশা প্রতিষ্ঠিত হয়।
শনিবার (৯ নভেম্বর-২০২৪) অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (আশা) দিনাজপুরের কান্তজী ব্রাঞ্চের সুবিধাভোগী ৬৫ বছর অতিক্রম হওয়ায় এবং ৮ বার নিয়মিত লোন পরিশোধ করায় অবসরজনিত সম্মানী ভাতা প্রদানকালে কান্তজি ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আরশাদ জলিল সোনা এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন কান্তজী ব্রাঞ্চের সিনিয়র লোন অফিসার মোঃ আব্দুল জলিল, মোঃ ইবনে বুলবুল, মোঃ মোকলেসুর রহমান, মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে কান্তজী ব্রাঞ্চের সম্মানীত সদস্য মোছাঃ তহমিনা বেগম ৬৫ বছর অতিক্রম করায় এবং ৮ বার নিয়মিত ঋণ পরিশোধ করায় এককালীন অবসরজনিত ১৫ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়।