ইংল্যান্ড সফরে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার।
করোনা আক্রান্ত দুই সদস্যের মধ্যে একজন ঋষভ পন্ত। তাকে তার এক আত্মীয়ের বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
একটি সূত্রে জানা যায়, একজন ক্রিকেটারের প্রথমে গলায় ব্যথা হয়। তারপর তার করোনা টেস্টে পজিটিভ আসে।
ওই ক্রিকেটারের সংস্পর্শে আসা আরও কয়েকজন ক্রিকেটার এবং টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদেরও তিন দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়।
অন্য আরেকজনের নাম জানা যায়নি।
ওই সূত্রটি জানায়, একজন ক্রিকেটার সেরে উঠলেও এখনও অসুস্থ আরও এক ক্রিকেটার। তবে তিনি আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে দলে ফিরতে পারবেন।
টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, ক্রিকেটারদের নিয়মিত করোনা পরীক্ষা করা হচ্ছে। বাকি সবাই সুস্থ আছেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪