গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৩৮৮ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জন। দেশে করোনায় একদিনে শনাক্তের হার প্রায় ২৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৭ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ১১ হাজার ৭০০ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৫৬৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৫৯টি নমুনা সংগ্রহ এবং ৩১ হাজার ৯৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৪ জন। শনাক্ত রোগীর সংখ্যা ২৪২ জন। শনাক্তের হার ২০ দশমিক ৭৯ শতাংশ। চট্টগ্রামে মারা গেছেন ১৬ জন। এ বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১২ জন। শনাক্তের হার ২৩ দশমিক ১৫ শতাংশ। রাজশাহীতে মারা গেছেন ২১ জন। শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯ জন। শনাক্তের হার ২১ দশমিক ৭৬ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ১০ জন। শনাক্তের সংখ্যা ৪৬৭ জন। শনাক্তের হার ৪০ দশমিক ৪৩ শতাংশ। খুলনা বিভাগে মারা গেছেন ৩৫ জন। শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৬৭ জন। শনাক্তের হার ৪০ দশমিক ৫৫ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ৩ জন। শনাক্তের সংখ্যা ১৯৩ জন। শনাক্তের হার ৩৫ দশমিক ৪৭ শতাংশ। একই সময়ে সিলেট বিভাগে মারা গেছেন ১ জন। শনাক্ত রোগীর সংখ্যা ২৫৮ জন। শনাক্তের হার ২৯ দশমিক ৪৮ শতাংশ।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪