ওয়েস্ট ইন্ডিস সফর থেকেই ইনজুরি পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ার। হাঁটুর ইনজুরিতে পড়ে বাংলাদেশ সফর থেকে হারাল দলের নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
এবার বাংলাদেশে এসে সিরিজ শুরুর আগেই হারাল অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার রিলে মেরেডিথ।
সোমবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।
বিবৃতিতে বলা হয়েছে, সাইড স্ট্রেইনের কারণে মাঠে নামার মতো শারীরিক অবস্থা নেই রিলে মেরেডিথের। তার বদলে স্টার্কদের সঙ্গী হয়েছেন ২৬ বছর বয়সি নাথান এলিস। তানভীর সাঙ্ঘা ও নাথান এলিসকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে সঙ্গে করে নিয়ে এসেছিল তারা। সেখান থেকে সুযোগ পেয়ে গেলেন এলিস।
চলতি বছরের মার্চ মাসে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে রিলে মেরেডিথের। এ পর্যন্ত ৫ টি-টোয়েন্টি খেলে ৮ উইকেট নিয়েছেন।
অভিষেকে দুর্দান্ত গতিতে বল করে চমক লাগিয়েছিলেন রিলে। ঘণ্টায় ১৪০ কিমির ওপরে বল ছুড়তে পারেন এই ডানহাতি ফাস্ট বোলার।
বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেন এলিস। সেখানে এখন পর্যন্ত ২৯ ম্যাচে ৩২ উইকেট নিয়েছেন এ পেসার। ডেথ ওভারে বিশেষ পারদর্শিতা রয়েছে এলিসের। চাইলেই ইয়র্করে ব্যাটসম্যানদের পরাস্ত করতে পারেন তিনি।
এদিকে মেরেডিথের ইনজুরির বিষয়ে জানা গেছে, তার ট্রান্সভার্সালিস ফ্যাসিয়া বা অভ্যন্তরীণ তির্যক পেশী ছিঁড়ে গেছে বা টান লেগেছে। এতে বাহুর নড়চড় বা পেশী প্রসারিত হলে মারাত্মকভাবে বেদনাদায়ক হয়।
যে কারণে রিলে মেরেডিথকে বিশ্রামে রাখাই শ্রেয় মনে করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আমাদের ফেইসবুক Link ট্রাস্ট নিউজ ২৪