টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল রশিদ খানদের। আফগানদের ‘হোম ভেন্যু’ ভারতেই হওয়ার কথা ছিল সিরিজটি।
কিন্তু ভারতে করোনাভাইরাস বেশি সংক্রমিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজটি হওয়ার কথা ছিল।
ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে চলে যাওয়ায় আফগান-অস্ট্রেলিয়া সিরিজটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
রোববার এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া এ সিরিজ স্থগিত করতে সম্মত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থানান্তরিত হওয়ার পর ভ্রমণ, কোয়ারেন্টিনের সময়সীমা ও ম্যাচ আয়োজনের ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
বিশ্বকাপের আগে আইপিএলের খেলা থাকায় ইংল্যান্ডের বাংলাদেশ সফরও স্থগিত হয়ে যায়। আইপিএলের কারণে পাকিস্তান সফরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডের তারকা ক্রিকেটারদের খেলার সম্ভাবনা নেই।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪