বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, মুম্বাইয়ের যশরাজ স্টুডিয়োসে গতকাল শুক্রবার শুট করেন শাহরুখ ও তাঁর টিম। এই সিকোয়েন্সের শুট হবে ১৮ দিন। ২০১৮ সালে আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’র পর এ সুপারস্টার ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় ফিরবেন। বক্স অফিসে ‘জিরো’ ব্যর্থ হয়েছিল। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।
বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, মুম্বাইয়ের যশরাজ স্টুডিয়োসে গতকাল শুক্রবার শুট করেন শাহরুখ ও তাঁর টিম। এই সিকোয়েন্সের শুট হবে ১৮ দিন। ২০১৮ সালে আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’র পর এ সুপারস্টার ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় ফিরবেন। বক্স অফিসে ‘জিরো’ ব্যর্থ হয়েছিল। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ
বহুল প্রতীক্ষিত শাহরুখের এই নতুন সিনেমা কবে মুক্তি পাচ্ছে? এ নিয়ে জল্পনার শেষ নেই। একটি ট্যাবলয়েডের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাঠান’ মুক্তি পাবে ২০২২ সালের ঈদে। ২৯ বছরের ক্যারিয়ারে শাহরুখের এত দীর্ঘ বিরতি আর হয়নি। সিনেমাটি ২০২১ সালের জানুয়ারিতে মুক্তির কথা ছিল, কিন্তু ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে তা সম্ভব হয়নি।
মুম্বাইয়ে শুটিং শেষ হলে শাহরুখসহ সিনেমাটির টিম রাশিয়ার মতো ইউরোপীয় কয়েকটি দেশে শুটের জন্য যাবেন। যদি করোনা-পরিস্থিতি অনুকূলে থাকে, তবে আগস্টে এ সিনেমার শুট শেষ হবে।
এ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াকে। সালমান খানও বিশেষ ভূমিকায় অবতীর্ণ হবেন।
সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সালমান খানের চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। গেল বছরের নভেম্বরে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। যদিও সিনেমাটি প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আমদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪