কলকাতার ছবিতে প্রথমবার অভিনয় করছেন মডেল ও অভিনেত্রী মিথিলা । ছবির নাম মায়া। পরিচালনা করছেন রাজর্ষি দে। শেকস্পিয়ারের ‘ম্যাকবেথ’র অনুপ্রেরণায় এটি নির্মিত হচ্ছে। এ ছবিতে মাহিরা থেকে মায়া হয়ে ওঠার জার্নিতে বিভিন্ন রূপে দেখা যাবে মিথিলাকে। মিথিলা জানিয়েছেন, ১৯৮৯-এর কলকাতা থেকে গল্পের শুরু।
ধর্ষিতা হওয়ার পর সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায় সে গল্পই বলবে ছবিটি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মূলত ম্যাকবেথ অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মিত হবে বলেই এতে কাজ করার প্রবল ইচ্ছা ছিল আমার। পরিচালক রাজর্ষি দা ভীষণ সহযোগিতা করেছেন। সেই সঙ্গে নতুন একটি জায়গায় কাজ করেছি, যেখানে বেশিরভাগ মানুষ আমার অপরিচিতই বলা চলে। তারপরও সবাই আমাকে আপন করে নিয়ে কাজ করেছেন।’
বর্তমানে কলকাতায়ই আছেন। এরই মধ্যে নতুন কিছু কাজেরও প্রস্তাব পেয়েছেন। শিগ্গির সেগুলো চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪