পর্নো ভিডিও তৈরি ও একটি অ্যাপের মাধ্যমে সেগুলো প্রচার করার অভিযোগে গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পী শেঠির স্বামী ও কোটিপতি ব্যবসায়ী রাজ কুন্দ্রা।
তাকে হত মঙ্গলবার আদালতে হাজির করা হয়। পর্যাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মুম্বাই পুলিশ।
এদিকে এমন খবরে তোলপাড় বলিউড পাড়া। পাশাপাশি ভারতীয় সিনেপ্রেমীরাও উঠে পড়ে লেগেছেন শিল্পার স্বামী ইতিহাস জানতে।
কীভাবে এতো বিত্তশালী হয়েছেন তিনি তিনি কি পৈত্রিকভাবেই সম্পদশালী? বলিউড সুন্দরী শিল্পার সঙ্গে তার পরিচয় কিভাবে? তার এতো সম্পদ অর্জনের পেছনে আর কি কি কালো অধ্যায় জড়িত?
স্বাভাবিকভাবেই এসব প্রশ্ন উঠতেই পারে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, নেহায়েত দরিদ্র পরিবারের সন্তান রাজ কুন্দ্রা। এক সময় তার বাবা বালকৃষ্ণ ব্রিটেনে ছোটখাটো একজন বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন। যা বেতন পেতেন তা দিয়েই চলত সংসার। অর্থাভাবে সে তার কলেজের পড়াশোনা শেষ করতে পারেননি।
আর সেই ব্যক্তি ২০০৪ সালে সাকসেস ম্যাগাজিনে এশিয়ান বংশোদ্ভূত ধনী ব্যক্তিদের তালিকায় ১৯৮তম স্থানে উঠে আসেন। মাত্র ২৯ বছর বয়সে এই তালিকায় উঠে আসা সর্বকনিষ্ঠ ব্যক্তি ছিলেন তিনি।
হটাৎ করে নিম্মবিত্ত অবস্থা থেকে রাজের ধনী কোটিপতি ব্যবসায়ী হওয়ার যাত্রাটা অবশ্য সহজ ছিল না। মাত্র দেড় লাখ রুপি মূলধন দিয়ে ব্যবসা শুরু করেন তিনি। তার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরিয়ে দেয় নেপালের পশমিনা শালই।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪