পর্ন ছবি তৈরির ব্যবসায় একটি ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করে ৮ থেকে ১০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন অভিনেত্রী শিল্পার স্বামী রাজ কুন্দ্রা।
ভারতের মুম্বাই পুলিশ জানিয়েছে, বহু দিন ধরেই পর্নোগ্রাফি তৈরির সঙ্গে যুক্ত।
রাজের পর্ন ছবি তৈরির ব্যবসায় বিনিয়োগের খবর পুলিশ উমেশ কামাথ নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পর জানতে পারে। ইংল্যান্ডে থেকে এই ব্যবসা চালাচ্ছিলেন উমেশ। তিনি এর আগে রাজের প্রতিষ্ঠানে কাজ করতেন। এই বছরের শুরুতেই অভিনেত্রী গহেনা বশিষ্ঠ-সহ নয়জনকে গ্রেফতার করা হয়েছিল। তখন থেকেই এই কেসে তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ।
পুলিশ গহেনার ই-মেইল থেকে বেশকিছু পর্নোগ্রাফির ভিডিও পায়। এসব পর্নোগ্রাফি যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল। একেকটি পর্নোগ্রাফির জন্য দেওয়া হতো দুই থেকে আড়াই লাখ রুপি। রাজ এই চক্রের প্রধান ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাতে পর্ন ফিল্ম তৈরির অভিযোগে গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে। পর্যাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতেই শিল্পার স্বামী কে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে মুম্বাই পুলিশ।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪