কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :
কুমিল্লায় সদর ক্যান্টনমেন্ট বোর্ড সংলগ্ন ক্যান্টনমেন্ট বাস স্টেশন এলাকায় পিকআপ ভ্যান ভর্তি ৮৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা। এসময় মাদক পরিবহন কাজে ব্যাবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে র্যাব সদস্যরা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জেলার সদর উপজেলার ক্যান্টনমেন্ট বোর্ড সংলগ্ন বাস স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃত আসামীরা হলো মো: জুয়েল রানা (৩১) ও মো: আকাশ (৩২)।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিধানিক দল জেলার সদর উপজেলার ক্যান্টনমেন্ট বোর্ড সংলগ্ন বাস স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৮৯ কেজি গাজাঁসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহন কাজে ব্যাবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে র্যাব সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান আটককৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে পরস্পর যোগ সাজেশে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে দিনাজপুর সহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করতো।
আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার বিকেলে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।