প্রায় দুই বছর ধরে নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন কেয়া পায়েল নামের এক তরুণী অভিনেত্রী। অভিনয়গুণে দর্শকের কাছে থেকে পেয়েছেন প্রত্যাশাতীত অনুপ্রেরণা। তবে তার সপ্নভঙ্গ হয়েছে ক্যারিয়ারের এ পর্যায়ে এসে।
এটি বাস্তবে কোন ঘটনা নয়। এক নাটকেই এমনটি অভিনয় করতে হয়েছে তাকে। যে নাটকটির নাম ‘স্বপ্নের নায়িকা’ । রাসেল আজমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
এ নাটকের দেখা যায়, বস্তির মেয়ে কেয়া পায়েল ছোটবেলা থেকেই সিনেমার নায়িকা হওয়ার সপ্ন দেখে। কিন্তু প্রতারণার জালে পড়ে তার সেই নায়িকা হওয়ার স্বপ্নভঙ্গ হয়ে। এভাবেই নানা ঘটনায় এগিয়ে যায় নাটকটির গল্প।
এতে অভিনয় প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘ এই নাটকটিতে যে চরিত্রটিতে অভিনয় করেছি, এটিতে বাস্তবের কিছু প্রতিফলন আছে। আশা করছি দর্শক বেশ আগ্রহ নিয়েই নাটকটি দেখবেন। ’ কেয়া পায়েল জানিয়েছেন সামনের ঈদে তার অভিনীত বেশ কয়েকটি নাটক টিভি ও অনলাইনে প্রচার হবে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪