তাপস চন্দ্র রায়
দিনাজপুর (চিরিরবন্দর) প্রতিনিধি
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল ঝড়ে পড়া রোধে ১৫ টি শিক্ষা কেন্দ্রের শিক্ষা সেবিকাগণ নিয়ে উপজেলার কুতুবডাঙ্গা ব্রাঞ্চ হলরুমে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় উপজেলার কুতুবডাঙ্গা ব্রাঞ্চ প্রশিক্ষণ ও কর্মশায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি রিজিওনাল ম্যানেজার মো.জুলফিকার আলী,আমবাড়ি অঞ্চল (বিরামপুর) দিনাজপুর। আশ’র শিক্ষা কেন্দ্র উপজেলা শিক্ষা সুপারভাইজার কাজল রায়, উপস্থিত ছিলেন কুতুবডাঙ্গা শাখার সিনিয়র ব্রাঞ্চের সভাপতি ম্যানেজার মো.আমিনুল ইসলাম দে প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আশা-সংস্থা কর্তৃক গৃহিত ও চলমান কর্মসূচী যথাযথভাবে করতে পারলে সুবিধা বঞ্চিত ও ঝড়েপড়া শিশুরা শিক্ষায় এগিয়ে যেতে পারবে এবং সরকারের কাংক্ষিত উন্নয়ন সম্ভব হবে। ঝড়ে পড়া শিশুদের শিক্ষার ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের পাশিপাশি বেসরকারী সংস্থাও বিশেষ ভূমিকা পালন করছে।
উল্লেখ্য, সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি’র মোট ব্রাঞ্চ ১০৫০, শিক্ষা সুপার ভাইজার ১০৫০, শিক্ষা সেবিকা ১৫৬১২, শিক্ষা কেন্দ্র ১৫৬১২, শিক্ষার্থী ৪,৮৫,৬২৬ জন।
বক্তব্যে আশা’র সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ‘২০১১ সাল থেকেই আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে কাজ করে আসছে। প্রাথমিক বিদ্যালয়ের (শিশু-৫ম) শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে পাঠদান কেন্দ্র ও দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ে (শিশু-৫ম) শ্রেণির পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ও ঝরে পড়া রোধে কর্মসূচি হাতে নিয়েছে।
শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতনার সাথে এগিয়ে আসতে হবে। তবেই প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে এই কর্মসূচি বিশেষ ভূমিকা রাখতে পারবে’। পৃথক সমাবেশে ৫শতাধিক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।