১৫ বছরের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে আজ সবচেয়ে বেশি শীত। নতুন বছরের প্রথম দিনেই ঘন কুয়াশা ও ঠান্ডায় কাবু হয়েছে দিল্লি। আবহাওয়া বিভাগ বলছে, সেখানে তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে ২০০৬ সালের ৮ জানুয়ারি দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বলছে, গত বছরের জানুয়ারি মাসে দিল্লিতে সর্বনিম্ন ২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আইএমডির আঞ্চলিক পূর্বাভাস কেন্দ্রের প্রধান কুলদীপ শ্রীবাস্তব এনডিটিভিকে জানান, সফদরজং ও পালাম এলাকায় সকাল ছয়টায় শীত ও কুয়াশা খুব ঘন ছিল। খুব কাছের জিনিসও সহজে চোখে পড়েনি। শ্রীবাস্তব আরও বলেন, আগামীকাল থেকে তাপমাত্রা বেড়ে যাওয়া শুরু হবে। পশ্চিমা আবহাওয়ার প্রভাব ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে ২ থেকে ৬ জানুয়ারির মধ্যে পড়বে। ৪ থেকে ৫ জানুয়ারির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ১৮ ডিসেম্বর দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪