পটুয়াখালীর দুমকিতে পরিমল হালদার (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্বজলিশা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া যুবকের নাম পরিমল হালদার (২৬)। তিনি দিনমজুরের কাজ করতেন। বৃহস্পতিবার রাতে তার মরদেহ নিজ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ রাত সাড়ে ৯টায় ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পারিবারিক কলহের জেরে পরিমল আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন প্রতিবেশীরা।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪