আফ্রিকার দেশ ঘানায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাস।দেশটির দক্ষিণাঞ্চলে এ ভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে তিনজন মারা গেছেন।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও চারজন।লাইবেরিয়া সীমান্তে গৌকে এলাকায় সম্প্রতি সাতজন এ ভাইরাসে আক্রান্ত হয়ে পাতলা পায়খানা আর রক্তবমি করতে থাকে। খবর আলজাজিরার।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এ খবর জানিয়েছে। আক্রান্তদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে তিনজন মারা যান।
ঘানার সরকার ইবোলাকে এপিডেমিক আখ্যা দিয়ে দেশব্যাপী জরুরি সতর্কতা জারি করেছে। একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরিভিত্তিতে ইবোলা ভ্যাকসিন চেয়ে চিঠি পাঠিয়েছে।
এ ব্যাপারে এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী রেমি লামাহ বলেছেন, পরিস্থিতি খুবই উদ্বেগজনক।ঘানা থেকে প্রথমবারের মতো এ ভাইরাসটি ২০১৩ সালে গোটা পশ্চিম আফ্রিকায় মহামারি আকারে ছড়িয়ে পড়ে।
২০১৬ পর্যন্ত এ অঞ্চলটিতে ১১ হাজার ৩০০ মানুষ প্রাণ হারান ইরোলা ভাইরাসে। সবচেয়ে বেশি মারা গেছে- গানা, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪