মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ বছর পরে বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের বুকে পতাকা গাড়লো চীন। চীনের মহাকাশ সংস্থার প্রকাশিত ছবিগুলোতে দেখাা যায় পাঁচ তারকাযুক্ত লাল পতাকা চাঁদের পৃষ্ঠের ওপরে ঠায় দাঁড়িয়ে আছে। বৃহস্পতিবার পাথরের নমুনা নিয়ে চন্দ্রপৃষ্ঠ ছাড়ার আগে ছবিগুলি ক্যামেরাবন্দি করে মহাকাশ যান চ্যাং-৫।
এর আগে একবার ১৯৬৯ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র অ্যাপোলো-১১ মিশন নিয়ে চাঁদে প্রথম পতাকা স্থাপন করেছিল। পরবর্তী পাঁচটি মার্কিন পতাকা ১৯৭২ সাল পর্যন্ত পরবর্তী মিশনের সময় চন্দ্র পৃষ্ঠে স্থাপন করা হয়েছিল।
বিশ্বের তৃতীয় দেশ হিসেবে চাঁদের নমুনা সংগ্রহ করার জন্য চীন মানুষবিহীন একটি মহাকাশযান পাঠিয়েছিলো যা সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরন করে চলতি মাসের ১ তারিখ। এর আগে এই সফলতা আছে কেবল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার।
গত মঙ্গলবার অবতরণ করা চন্দ্রযানটি প্রায় ২কিলোগ্রাম পাথর ও মাটির নমুনা সংগ্রহ করে আবারো পৃথিবীতে ফিরে আসবে, কথাটি জানায় চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) ।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪