টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান গতকাল শুক্রবার ঢাকার উদ্দেশে টোকিও ছেড়েছে। ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা আজ শনিবার ঢাকায় পৌঁছবে।
টোকিও বাংলাদেশ দূতাবাস গতকাল সন্ধ্যায় তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এ নিয়ে দুই দফায় বাংলাদেশে ১০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা। আগামী ৩ আগস্ট জাপান থেকে ৬ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪