হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
ইতোমধ্যে টস হয়ে গেছে। প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর।
টস জিতলে তিনিও ফিল্ডিং নিতেন বলে জানিয়েছেন তামিম ইকবাল।
এদিকে নানা শঙ্কা নিয়েই আজ মাঠে নামছে বাংলাদেশ। ব্যক্তিগত কারণে সিরিজ ছেড়ে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম। প্রস্তুতি ম্যাচে পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় খেলছেন না পেসার মোস্তাফিজুর রহমানও।
অধিনায়ক তামিম ইকবালও হাঁটুর ইনজুরিতে ভুগছেন।
তবুও সেরা একাদশ নিয়েই নামছেন তামিম। মুশফিকের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। মোস্তাফিজুরের জায়গায় তাসকিন-সাইফউদ্দিনের সঙ্গী হয়েছেন শরিফুল ইসলাম।
একনজরে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪