স্টাফ রিপোর্টার ॥
গ্যারেজ নির্মাণের দুই লক্ষ টাকা আত্মসাৎ করে বদলি নিয়ে অন্যত্র চলে গেছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা পর্যায়ের এক কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে। অনুসন্ধানে জানা যায়, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প কর্তৃক উপজেলা পর্যায়ে গ্যারেজ নির্মাণে দুই লক্ষ টাকা বরাদ্দ নেন তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম। প্রকল্প বাস্তবায়নে বরাদ্দের দুই লক্ষ টাকার কোন কাজ না করেই পুরো টাকাই আত্মসাৎ করেছেন। পরবর্তীতে বদলি নিয়ে পীরগঞ্জ উপজেলায় চলে যান তিনি।
অনুসন্ধানে আরও জানা যায়, তথ্য অধিকার আইন দুই হাজার নয় সালের আট নম্বর ধারার এক উপধারা মোতাবেক আবেদন করে তেইশ চব্বিশ অর্থবছরের বরাদ্দ রেজিস্টারের তালিকা নিয়ে দেখা যায়, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প গ্যারেজ নির্মাণের জন্য দুই লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিল। কিন্তু প্রকল্পটির কোন কাজ না করেই সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।
এই বিষয়ে বর্তমান দায়িত্বরত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম ইফতেখারুল ইসলাম ট্রাস্ট নিউজকে জানিয়েছেন যে তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে কোন গ্যারেজ নির্মাণ করা হয়নি। তবে আত্মসাৎকৃত টাকা উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং গ্যারেজ নির্মাণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ফজলুল হকের, অর্থাৎ আত্মসাৎকৃত কর্মকর্তা, কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, “আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। কাজটি পুনরায় করার জন্য বর্তমান প্রাণিসম্পদ কর্মকর্তা তারাগঞ্জ রংপুরকে বলেছি।”