স্টাফ রিপোর্টার //
রবিবার ২৪ নভেম্বর বিকাল ৫ ঘটিকায় তারাগঞ্জ উপজেলার ডাংগাপাড়া নামক স্থানে মো: খলিল মিয়া(৩০), পিতা: মৃত মোবারক আলী, বাবুখা, কোতয়ালী, রংপুর এবং মো: মিঠু মিয়া(৪০), পিতা: মৃত মহির উদ্দিন, বাবুখা, সদর, রংপুর নামে দুইজন ব্যক্তি মাদক সেবনরত অবস্থায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কর্তৃক পরিচালিত অভিযানে ধৃত হোন। ঘটনাস্থলে গিয়ে সত্যতা প্রমাণিত হওয়ায় এবং আসামি নিজে দোষ স্বীকারোক্তি দেওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় প্রত্যেককে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। আসামিদ্বয়কে কারাগারে প্রেরণ করা হয়েছে। উভয়েই রাজমিস্ত্রী কাজ করতেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করে এলাকায় শান্তি শৃঙ্খলা বিনষ্টসহ যুব সমাজকে নষ্ট করছেন বলে এলাকাবাসী অভিযোগ করেন। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।