একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয়। এরপর প্রেম এবং পরে বিয়ে। এরই মধ্যে ২৫ বছর পার হয়ে গেছে। দুই সন্তানের বাবা-মাও হয়েছেন। তারা ঢাকাই ছবির দুই সফল তারকা চিত্রনায়ক ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী। চলতি বছর দাম্পত্য জীবনের রজতজয়ন্তী পার করছেন এ তারকা দম্পতি।
এ রজতজয়ন্তী প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘মহান আল্লাহ সব মিলিয়ে আমাদের বেশ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমি আর মৌসুমী বেশ সুখে আছি। দুই সন্তান আমাদের আদর্শে মানুষ হচ্ছে, এটাই আসলে জীবনের সবচেয়ে বড় সুখ। সবার কাছে দোয়া চাই, যেন বাকি জীবনটা এভাবে সুখেই কাটিয়ে দিতে পারি।’ মৌসুমী বলেন, ‘দেখতে দেখতে চোখের পলকে জীবন থেকে এতটা বছর পেরিয়ে গেছে, ভাবলেই শিহরিত হই। আমার বাবার মৃত্যুর পর সানীই আমাদের পরিবারের একমাত্র অভিভাবক। আমাদের পুরো পরিবারটিকে আগলে রেখেছে সে। আমার দুই সন্তান আমার পৃথিবী। তাদের নিয়ে ভালো আছি।
বাকিটা জীবন সুখে-দুঃখে, আনন্দে একসঙ্গে কাটিয়ে দিতে চাই।’ উল্লেখ্য, ওমর সানী-মৌসুমীর প্রথম ছবি ছিল ‘দোলা’। এরপর তাদের দু’জনকে ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’, ‘স্নেহের বাঁধন’সহ আরও কিছু ছবিতে একসঙ্গে অভিনয়ে দেখা গেছে। এদিকে বর্তমানে এ অভিনয়শিল্পী করোনাজনিত লকডাউনের কারণে শুটিং সংক্রান্ত কাজ বন্ধ রেখেছে
আমাদের ফেইসবুক Link :ট্রাস্ট নিউজ ২৪