স্টাফ রিপোর্টার ॥
১৬ নভেম্বর শনিবার “নিজ আলো দিয়ে সমাজকে আলোকিত করাই”-এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর শহরের লালবাগ ১নং মসজিদ সংলগ্ন-দাতব্য চিকিৎসালয় একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান আলোর সন্ধ্যানের আয়োজনে দ্বিতীয় বারের মত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশিষ্ট চিকিৎসক ডাঃ হোসেন মোঃ নাহিদ (প্লাবন), ডাঃ সৌভিক রায় (কৌশিক), ডাঃ হুমায়রা বিনতে হক (নাবিলা) ও ডাঃ তিথি সাহা রায় সারাদিনব্যাপী মেডিসিন, ডায়াবেটিস, বক্ষব্যাধি, মা ও শিশু, যৌন-বাতব্যাথা রোগীদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন। আলোর সন্ধানের সভাপতি মোঃ হাসিব ইমন ও সাধারন সম্পাদক মোঃ নাজমুল আমিন ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে বলেন, এই সংগঠনের মাধ্যমে আমরা নিজস্ব অর্থায়নে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করে আসছি। এতে এলাকার সাধারন জনগণ স্বাস্থ্যসেবা পাচ্ছে। অসহায় অস্বচ্ছল নারী-পুরুষরা সুস্থ্য হচ্ছে। এছাড়া আমরা প্রতি বছর সামাজিক বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে এলাকার মানুষদের উন্নত জীবন-যাপনের চেষ্টা চালিয়ে আসছি। ক্যাম্পের সার্বিক সহযোতিায় ছিলেন, কোষাধ্যক্ষ মোঃ ফয়সাল আমিন, সাংগঠনিক সম্পাদক আসিফ বিন কবির, দপ্তর সম্পাদক মোঃ সাদিকুল হাবিব পিয়াল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মোঃ মহসিন আলীসহ আলোর সন্ধানের সদস্যবৃন্দ। উল্লেখ্য, এই সংগঠন ২০২১ সালে স্থাপিত হওয়ার পর থেকে সুনামের সাথে আর্ত-মানবতার কল্যাণে “সেবাই মানবতার ধর্ম”- এই আদর্শকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।