নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য সহনীয় পর্যায়ে রাখাতে দিনাজপুরে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান।
মোঃ মেহেদী হাসান ফুয়াদ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য দিনাজপুরের খানসামায় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান পরিচালনাকালে দুটি দোকানে—একটি ঔষধের দোকানে পাঁচ হাজার টাকা এবং হোটেলে তিন হাজার টাকা অর্থ জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।
পাঁচ অক্টোবর, শনিবার সকালে দিনাজপুরের খানসামা উপজেলার কাঁচিনিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, বর্তমান আবহাওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহে কিছুটা ঘাটতি থাকায় মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য বিভিন্ন কাঁচাবাজার, মুরগি, গরুর মাংসসহ অন্যান্য পণ্য পর্যবেক্ষণ করা হয়। অভিযানের সময় একটি ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় পাঁচ হাজার টাকা এবং হোটেলে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, সতর্কতামূলকভাবে আগামী পনেরো দিনের মধ্যে অনিয়মের সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়েছে।