দিনাজপুরে মহানবীর মানহানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতে রামগিরির উস্কানিমূলক কটূক্তির প্রতিবাদে সচেতন মুসলিম মজলিস বিক্ষোভ সমাবেশ করেছে। রবিবার বিকেল সাড়ে চারটার দিকে দিনাজপুর জেলা স্কুলের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সচেতন মুসলিম মজলিসের আহ্বায়ক মোঃ আশিক ইমাম বলেন, মহানবী (সা.)-এর বিরুদ্ধে ভারতের রামগিরির উস্কানিমূলক মন্তব্যের জন্য আমরা তার বিচারের দাবি জানাই। বারবার কিছু লোক এমন জঘন্য কাজ করে যাচ্ছে। এটা ষড়যন্ত্রের একটি অংশ, এদেরকে বিচারের আওতায় আনতেই হবে।
বক্তব্য রাখেন এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক লাবু, এস এম খুশরু আলম, পাভেল হোসাইনসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা, যারা সকলে এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
ধর্মীয় আলোচক মাওলানা মুহাম্মদ আজহারুল ইসলাম এরশাদী বলেন, “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম”-এর সম্মান ক্ষুণ্ণকারী যেই হোক, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। এমন আপত্তিকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা ভারত সরকারের কাছে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। বক্তারা আরও বলেন, রাসুল (সা.)-কে অবমাননাকর বক্তব্যের জন্য ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানের কঠোর বিচার নিশ্চিত করা হোক এবং অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হোক।