দেশে গত ২৪ ঘণ্টায় (আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ২ হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন।
সবমিলে দেশে এ পর্যন্ত ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৯০৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ১ হাজার ১৯৪ জন।
আজ মঙ্গলবার (৮) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আজ মঙ্গলবার (৮) করোনায় ৩২ জনের মৃত্যু হয়ছে।
জনস্বাস্থ্যবিদরা জানিয়ছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বাইরে বের হলে মুখে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে।
স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪