শাহরুখ খান। বলিউডের দাপুটে অভিনেতা। কিং খান নামেই তাকে ডাকে ভক্তরা। তার ঝুড়িতে রয়েছে অসংখ্য সুপারহিট ছবি। কিন্তু সবকিছুর মাঝে ২০০২ সালে মুক্তি পাওয়া গুণী পরিচালক সঞ্জয় লীলা বানসালির জনপ্রিয় ‘দেবদাস’ ছবি তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক। তাই খুব স্বাভাবিকভাবেই সেই ছবির শুটিং এর স্মৃতি কি করে ভুলে যেতে পারেন শাহরুখ খান!
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বিখ্যাত উপন্যাস দেবদাস অবলম্বনে নির্মাণ করা সে ছবিতে মুখ্য চরিত্র ‘দেবদাস’ এর ভূমিকায় অভিনয় করেন শাহরুখ খান। চন্দ্রমুখী চরিত্রে জনপ্রিয় নায়িকা মাধুরী দীক্ষিত এবং পার্বতী চরিত্রে সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চন এর অভিনয় এবং বিভিন্ন গানের সাথে তাদের নাচ সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। পাশাপাশি, এই ছবিতে গান গেয়ে বলিউডে প্রথম আত্মপ্রকাশ করেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল।
যাই হোক।
সবমিলিয়ে দীর্ঘ প্রায় দুই দশক পর শাহরুখ সেই ছবির শুটিং এর স্মৃতিচারণ করলেন ইন্সটাগ্রাম-এ। পাশাপশি স্বভাবসুলভ রসিকতা করতেও ছাড়লেন না। ভক্তদের জানালেন এক মজার অভিজ্ঞতা। শাহুরুখ জানিয়েছেন দেবদাসের সেটে একটাই সমস্যা ছিল। আর সেটা হলো বারবার তার ধুতি খুলে যেতো!
শাহরুখ খান লিখেছেনঃ
সেসব গভীর রাত…কাকডাকা ভোর…। কাজের চাপ আর সমস্যা। গর্জিয়াস মাধুরী দীক্ষিত এর কারণে চমৎকার কাজ হয়েছে। চোখধাঁধানো ঐশ্বরিয়া রাই বচ্চন, আর সর্বদা প্রফুল্ল আমাদের বিধু দাদা, চিরযৌবনা কিরন খের এবং পুরো দলটি শক্ত এবং ধৈর্যশীল সঞ্জয় লীলা বানসালীর কাজে মগ্ন। সমস্যা শুধু একটাই…ধুতি খুলে যাচ্ছিল।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪