মাহমুদুল হাসান,
পার্বতীপুর প্রতিনিধি ঃ
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে ব্যাপক আয়োজনে ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, হেলথ ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পার্বতীপুরে মোহাম্মদ হোসাইন শিশু ফাউন্ডেশন আয়োজিত ইসলাম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে ইসলাম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক আজিজুর রহমান সালামীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান ও স্বাস্থ্যসেবা হাসপাতালের ডাঃ আলতাফ হোসেন। আরো উপস্থিত ছিলেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রংপুরের কনসালটেন্ট ডাঃ হোসেন তাওফিক ইমাম, সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, মোহাম্মদ হোসাইন শিশু ফাউন্ডেশনের সম্পাদক ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাহাফুল ওয়ারা সালামী, ডাঃ হারুনুর রশিদ, পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মনজুরুল আলম, সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহফুজুল ইসলাম প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইসলাম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মোফাক্ষারুল ইসলাম। আলোচনা সভায় বিশেষজ্ঞ ডাক্তারগণ ডায়াবেটিস রোগের উপর বিশদ আলোচনা করেন এবং পরামর্শ দেন। এ সময় ক্লিনিকে উপস্থিত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।