স্টাফ রিপোর্টার ॥
প্রতিবন্ধীবান্ধব সমাজ ব্যবস্থা করতে হলে সবার প্রথমে প্রয়োজন তাদের প্রবেশগম্যতা নিশ্চিত করা। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বর্তমানে প্রায় প্রতিটি সেক্টরে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদের প্রবেশগম্যতা নিশ্চিত করণের লক্ষ্যে ‘সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র সহযোগিতায় গতকাল বুধবার বিকাল ৪টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথি ছিলেন দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর জেলা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা (রেজিষ্টেশন) মোছা: হাবীবা আক্তার, দিনাজপুর প্রতিবন্দ্বী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: মেহেদী হাসান, দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার কর্মকর্তা রেজভীন সারমিনাজ ইসলাম, দিনাজপুর উত্তরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক মো: আশরাফুল আলম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল শাহনেওয়াজ, দিনাজপুর বধির ইনিষ্টিটিউটের প্রধান শিক্ষক নাজনীন আক্তার, দিনাজপুর সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তামজীদা পারভীন সীমা প্রমুখ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশননের সভাপ্রধান মো: বাদল হোসেন। সঞ্চালনা করেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সম্পাদক অনামিকা পান্ডে, ধারনা পত্র ও স্মারকলিপি পাঠ করেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের উপদেষ্টা মাধুরী কুন্ডু। স্বাগত বক্তব্য রাখেন সিডিএ, দিনাজপুর-এর উপপরিচালক মো: আলীম আল রাজী। দিনাজপুর জেলায় প্রায় মোট ৩৫ হাজার প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। তাদের সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে প্রতিবন্ধী কল্যান আইন বাস্তবায়নের জন্য জিও-এনজিওসহ সকলকে স্বেচ্ছায় ভূমিকা রাখতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বর্তমানে প্রায় প্রতিটি সেক্টরের ভবনগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতার জন্য সিড়ির পাশাপাশি র্যাম ও লিফট স্থাপন করার জন্য জোড় দাবী জানানো হয়। এছাড়াও, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক মানবাধিকার লক্ষ্যে প্রতিবন্ধীবান্ধব সমাজ ব্যবস্থা গড়ে তুলতে নিম্নলিখিত সুপারিশসমূহের বাস্তবায়ন চাই- ১) গ্রাম-শহরের রাস্তা ও ফুটপাত নিমার্ণের ক্ষেত্রে নির্মাণ বিধি জাতীয় বিল্ডিং কোড ২০২০ এর নকশা অনুসরণ করে দৃষ্টি প্রতিবন্ধীসহ সকলের নিরাপদে রাস্তা চলাচলের উপযোগী করতে হবে। ২) ব্যাংক, স্কুল, কলেজসহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রদানের জন্য নিচতলায় গমনাগমন এর সহজ ব্যবস্থা রাখতে হবে। ৩) প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারী চাকুরীতে নিয়োগের নীতিমালা সংস্কার করে বয়সসীমা ৩৫ বছর করতে হবে। ৪) প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে স্বাস্থ্যসেবা কার্ড প্রদান করতে হবে। ৫) খাস জমি বন্টনের ক্ষেত্রে ভূমিহীন প্রতিবন্ধী ব্যক্তিদের বা পরিবারকে অগ্রাধিকার প্রদান করতে হবে। ৬) বিভাগীয় মেট্রোপলিটন পুলিশ প্রশিক্ষণ ম্যানুয়ালে দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি অর্ন্তভূক্ত করতে হবে। ৭) সাদা ছড়ির গুরুত্ব সম্পর্কে যানবাহনের চালককে সচেতন ও সাবধান হওয়ার জন্য বাংলাদেশে সড়ক পরিবহন কর্তৃপক্ষ গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স প্রদানের সময় শর্ত আরোপ করতে হবে।
৮) প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দকৃত ভাতার পরিমাণ বৃদ্ধি করতে হবে। ৯) সারাদেশের প্রতিবন্ধীদের জন্য বিদ্যমান নীতিমালা সংস্কার করে যুগোপযোগী বাস্তবায়ন ম্যানুয়াল প্রণয়ন করতে হবে।