সাকিব এর দুর্দান্ত খেলার সাথে সাথে সিরিজ নিশ্চিতের পর এখন হোয়াইটওয়াশ করার লক্ষে বাংলাদেশ টাইগাররা। সেই লক্ষ্যে হারারে স্পোটর্স ক্লাবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা।
এবার টসভাগ্য গেল তামিমের পক্ষে। জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানালেন ব্যাটিংয়ে। উদ্বোধনী জুটি ৩০ রান পেরিয়েছে। এটা এমন কিছু নয় ক্রিকেটে। কিন্তু জিম্বাবুয়ের জন্য এটিই ছিল বড় একটি পাওয়া।
১৩ ম্যাচ শেষে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ৩০ পেরুল। রান খুব বেশি না এলেও প্রথম পাঁচ ওভারে উইকেট হারাতে দেননি রেজিস চাকাভা ও তাদিওয়ানাশে মারুমানি।
তবে সে জুটিকে আর বড় করতে দেননি অলরাউন্ডার সাকিব আল হাসান। ইনিংসে নবম ওভারে পঞ্চম বোলার হিসেবে আক্রমণে এলেন সাকিব।
নিজের প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দিলেন তিনি।
সাকিবের প্রথম ওভারের চতুর্থ বলে মিডল স্টাম্পে থাকা লেংথ বল সুপ করার চেষ্টা করেন বাঁহাতি তাদিওয়ানাশে মারুমানি। ব্যাটে-বলে হয়নি। বল লাগে প্যাডে। আবেদনে সাড়া দিতে খুব একটা সময় নেননি আম্পায়ার।
১৯ বলে ৮ রান করে ফিরলেন মারুমানি। ৩৬ রানে থামল উদ্বোধনী জুটি।
এ প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান। ১৩ তম ওভারের খেলা চলছে।
দুর্দান্ত খেলছেন ওপেনার রেগিস চাকাভা। চার বাউন্ডারিতে ৩৬ বলে ২৯ রানে অপরাজিত তিনি। ১৮ বলে ১২ রান করেছেন অধিনায়ক ব্রেন্ডন টেলর।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪