জনপ্রিয় পপগায়ক ফেরদৌস ওয়াহিদ একজন শৌখিন নির্মাতা। গানের পাশাপাশি সারা বছরই নির্মাণ কাজে ব্যস্ত থাকেন। অর্ধযুগ আগে ‘কুসুমপুরের গল্প’ নামের একটি পূর্ণদের্ঘ্য সিনেমা পরিচালনা করেছিলেন।
সেটি ব্যবসায়িকভাবে সফল না হলেও ফেরদৌস ওয়াহিদের পরিচালনা প্রশংসিত হয়। সেই ধারাবাহিকতায় করোনাকালের আগে দ্বিতীয়বার ‘দুর্ধর্ষ অভিযান’ নামে একটি সিনেমার নির্মাণ কাজ শুরু করেছিলেন।
করোনাজনিত বিড়ম্বনার কারণে সেটির কাজও থমকে আছে। ঠিক এ অবস্থাতেই তিনি দুটি শর্টফিল্ম নির্মাণ করেছেন। একটির নাম ‘মানুষ মানুষের জন্য’, অন্যটি ‘আশ্রম’। প্রথমটির গল্প করোনাভাইরাস নিয়ে আর দ্বিতীয়টির গল্প মাকে নিয়ে। ৭ মিনিট দৈর্ঘ্যের শর্টফিল্ম দুটি ঈদের আগেই ইউটিউবে প্রকাশ হবে।
এ প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, আমি কাজ পাগল মানুষ। কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। তবে করোনাকাল শুরু হওয়ার পর থেকে মনটা ভালো নেই। কোনো কাজই পরিকল্পনা মতো করতে পারছি না। এ অবস্থাতেই আমার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে স্থায়ীভাবে চলে এসেছি। এখানে অবস্থান করেই বিভিন্ন ধরনের কাজ করছি। তার একটি পার্ট হলো এই শর্টফিল্ম দুটি। এছাড়া ঈদের পর আরও কিছু পরিকল্পনা বাস্তবায়ন করার ইচ্ছা আছে।
এদিকে নতুন ও পুরাতন মিলে ২০টি গান ঈদের পর প্রকাশ করার চিন্তা করছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী। পাশাপাশি নতুন আরও কিছু গান তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন ফেরদৌস ওয়াহিদ।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪