আসক্তিতে ডুবে থাকা তরুণসমাজকে বাঁচাতে দেশে ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধ হচ্ছে। শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গেম দুইটি বন্ধে উদ্যোগ নিচ্ছে। গতকাল শনিবার বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার জানিয়েছেন, গেম দুইটি বন্ধে কাজ চলছে। ইতিমধ্যে বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। আশা করি শিগিগরই গেম দুইটি বন্ধ হবে।
জানা গেছে, গেম দুইটি বন্ধে শিক্ষা ও স্বরাষ্ট্র এ দুই মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে। এসব গেম কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে আসক্তি তৈরি করছে। হঠাত্ করে বন্ধ করতে গেলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই ধীরেসুস্থে বিকল্প পদ্ধতিতে গেম দুইটি বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। এমনকি ভিপিএন ব্যবহার করেও যেন গেম দুইটি খেলা না যায়, সে ব্যবস্থাও নেওয়া হবে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪