দণ্ডবিধির ৩৭৫ ধারায় নারী ধর্ষণের অপরাধের পাশাপাশি পুুরুষ ধর্ষণকেও অপরাধ হিসেবে সংযুক্ত করতে হাইকোর্টে রিট করা হয়েছে।
ব্যারিস্টার তাপস কান্তি বল হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
মানবাধিকার কর্মী তাসমিয়া নূহাইয়া আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ড. মাসুম বিল্লাহ এবং সমাজকর্মী ড. সৌমেন ভৌমিকের পক্ষে তিনি রিটটি দায়ের করেন। রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বিবাদী করা হয়েছে।
আইনজীবী তাপস কান্তি বলেন, দেশে হঠাৎ করেই বলাৎকার তথা পুরুষ ধর্ষণের অপরাধ বেড়ে চলেছে। এ ধরনের নির্যাতনকে ধর্ষণের অপরাধ হিসেবে বিচার করা যাচ্ছে না। এ কারণে দণ্ডবিধির ৩৭৫ ধারায় সংশোধন চেয়ে আদালতে রিট করা হয়েছে। আগামী সপ্তাহে এর শুনানি হতে পারে।
দণ্ডবিধির ৩৭৫ ধারায় বলা হয়েছ, পাঁচটি অবস্থায় কোনো স্ত্রী লোকের সঙ্গে যৌনসঙ্গম করলে তা ধর্ষণ বলে পরিগণিত হবে। প্রথমত: স্ত্রীলোকটির ইচ্ছার বিরুদ্ধে, দ্বিতীয়ত: সম্মতি ব্যতিরেকে, তৃতীয়ত: মৃত্যু বা জখমের ভয় প্রদর্শন করে সম্মতি আদায় করা হলে, চতুর্থত: স্ত্রীলোকটির সম্মতিক্রমেই, যেক্ষেত্রে পুরুষটি জানে যে, সে স্ত্রীলোকটির স্বামী নয়, এবং পুরুষটি ইহাও জানে যে, স্ত্রীলোকটি তাকে এমন অপর একজন পুরুষ বলে ভুল করেছে, যে পুরুষটির সঙ্গে সে আইনসম্মতভাবে বিবাহিত হয়েছে বা বিবাহিত বলে বিশ্বাস করে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪