শহর ছেড়ে একটু দূরে মনোরম পরিবেশে একটি রিসোর্ট তৈরি করেছেন জাহিদ হাসান। যার নাম ‘বাগান বাড়ি’। এখানে অবকাশযাপনের জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন। অনেকেই এখানে এসে অনৈতিক কাজেও লিপ্ত হন।
এর মালিক হিসেবে জাহিদ হাসান তাই চড়ামূল্য নেন আগত দর্শনার্থীদের কাছ থেকে। এতে সামাজিকভাবে বেশ সমালোচিত হন জাহিদ হাসান। কিন্তু নানা সমালোচনা সত্ত্বেও তিনি এ রিসোর্টে চালিয়ে যেতে থাকেন অপকর্ম।
এক সময় সাংবাদিকদের গোচরে আসে এ রিসোর্টের কর্মকাণ্ড। সালহা খানম নাদিয়া খবর পেয়ে সেখান যান। জাহিদ হাসানকে অনুরোধ করেন এখানে অপকর্ম বন্ধ করতে। কিন্তু জাহিদ হাসান কোনোভাবেই ওই সাংবাদিকের কথায় কর্ণপাত করেন না। তবে প্রতিবাদী সাংবাদিক অনড় তার দাবিতে।
এভাবেই শুরু হয় একটি জটিলতা। এভাবেই নানা ঘটনায় এগিয়ে যেতে থাকে তাদের কর্মকাণ্ড। পাঠক, ঘটনাটি বাস্তবে ঘটেনি। নাটকে অভিনয়ের প্রয়োজনে এমন গল্প তৈরি করা হয়েছে। ধারাবাহিক এ নাটকটির নাম ‘বাগান বাড়ি’।
টিপু আলম মিলনের গল্পে এটির চিত্রনাট্য তৈরি করেছেন জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা করেছেন হানিফ খান ও রোহান রুবেল।
এটি ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে।
এতে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘গতানুগতিক কোনো গল্প এটি। সমাজে চলমান একটি ঘটনাকে এ নাটকের মাধ্যমে তুলে আনা হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪