গত রবি বার অনেকটা লুকিয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে গিয়েছিলেন বলিউড তারকা দম্পতি রনবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে গেছেন পাপারাৎজিদের ক্যামেরায়। তাতে দেখা গেছে বেশ ঢিলেঢালা পোশাক পরেছেন দীপিকা।
মুহূর্তেই ওই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। গুঞ্জন উঠে তাহলে কী রনবীর-দীপিকা বাবা-মা হতে চলেছেন? এ জন্যই কী তাদের হাসপাতালে আসা? যদিও বেশ কিছুদিন ধরেই দীপিকার মা হওয়ার গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। তার মধ্যে রোববার হাসপাতালেরও ওই ছবি সেই গুঞ্জনকে আরও পোক্ত করে দিল।
মূলত এ গুঞ্জনের সূত্রপাত হয় প্রথমবার দীপিকাকে সঞ্জয় লীলা বনশালির অফিসের সামনে ঢিলেঢালা পোশাকে দেখার পর থেকে। অনেকের মতো, বেবি বাম্প লুকিয়ে রাখার জন্য দীপিকা এমন পোশাক পরেছেন। এবার সেই গুঞ্জনে আরও রসদ দিলেন দীপিকা-রনবীর এক সঙ্গে হাসপাতাল থেকে বের হয়ে। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি এ তারকা দম্পতি। এদিকে কবীর খানের ‘৮৩’-তে দেখা যাবে দীপিকাকে, শাহরুখ খানের ‘পাঠান’ ছবির শুটিং শেষ করেছেন তিনি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪