টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ৬ জন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার ইচাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতদের মধ্যে বাসের যাত্রী ও পথচারী রয়েছ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরবহনের একটি বাসের ইচাইল এলাকায় সমস্যা দেখা দেয়। পরে মেরামত করার জন্য বাসটি রাস্তার এক পাশে দাঁড় করানো হয়। এদিকে সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজিভর্তি একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চাারজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুজন মারা যায়। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সর্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। ওসি জানান নিহতদের পরিচয় সঠিক ভাবে এখনও পাওয়া যায়নি।
আমবদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪