পরিবর্তন হয় গেলো মাউন্ট এভারেস্টের উচ্চতা। এবার পরিবর্তন করতে হবে ভূগোলের পাঠ্য বইয়ে এভারেস্টসংক্রান্ত বহু তথ্য।
এভারেস্টের উচ্চতা কত, তা নিয়ে বেশ অনেক বছর ধরেই মতবিরোধ চলছিল নেপাল ও চীনের মধ্যে। গতকাল মঙ্গলবার কাঠমাণ্ডুতে এক যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশ ঘোষণা দেয়, মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার (২৯,০৩১.৬৯ ফুট)। তার মানে, আগের হিসাবের চেয়ে ০.৮৬ মিটার বেড়ে গেছে এভারেস্টের উচ্চতা।
১৯৫৪ সালে সার্ভে অব ইন্ডিয়ার সমীক্ষায় জানা গিয়ছিলো এভারেস্টের সাম্প্রতিককালের উচ্চতা। সেই সময় জানা যায়, এভারেস্টের উচ্চতা আট হাজার ৮৪৮ মিটার (২৯ হাজার ২৮ ফুট)। নেপাল কখনো এভারেস্টের উচ্চতা না মাপলেও সার্ভে অব ইন্ডিয়ার হিসাবটিকেই মেনে আসছিল।
২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্পের পর নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়, এর জেরে এভারেস্টের উচ্চতা আগের থেকে একটু বেড়ে গেছে। তারপরেেই নেপাল চীনের সঙ্গে চুক্তি করে শৃঙ্গের উচ্চতা মাপার জন্য একটি দল পাঠায়। ২০১৯ সালে কাঠমাণ্ডু ও বেইজিংয়ের যৌথ প্রচেষ্টার পরে উচ্চতা প্রকাশ করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
তবে এর আগেও ১৯৭৫ ও ২০০৫ সালে এভারেস্টের উচ্চতা প্রকাশ করেছিল চীন। সেই দুইবার চীনের হিসাবে এভারেস্টের উচ্চতা ছিল যথাক্রমে ৮৮৪৮.১৩ মিটার ও ৮৮৪৪.৪৩ মিটার।
এদিকে গতকাল এভারেস্টের নতুন উচ্চতার কথা ঘোষণা করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ভিডিও কলে নেপালের রাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গয়ালি বলেন,এই এভারেস্ট হলো নেপাল ও চীনের চিরন্তন বন্ধুত্বের প্রতীক।
আমাদের ফেইসবুক Link ট্রাস্ট নিউজ ২৪